জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী প্রেসক্লাবের অন্যতম সদস্য মোঃ জাকির মাহমুদ সেলিম এর পিতা পটুয়াখালী পৌরসভার সাবেক কমিশনার মরহুম মোঃ ইউনুচ মিয়ার নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বাদ আছর পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড টাউন জৈনকাঠীর জৈনপুরী পীর সাহেব হুজুরের খানকাস্ত জৈনপুরী খানকা শরীফ হোসাইনিয়া জামে মসজিদে বাদ আছর দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল্লাহ।
এ দোয়া মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমান, পুত্র সাংবাদিক জাকির মাহমুদ সেলিম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সঞ্জয় কুমার দাস লিটু, সাংবাদিক সুনীল সহ বিপুল সংখ্যক মুসুল্লী।
উল্লেখ্য, মরহুম মোঃ ইউনুছ মিয়া পটুয়াখালী পৌরসভার বৃহত্তর ১ নং ওয়ার্ডে তিন তিনবার কাউন্সিলর ছিলেন। তিনি ন্যায়-নীতি, সততা, নিষ্ঠা ও মর্যাদা নিয়ে দায়িত্ব পালন করেছেন বলে আজও জৈনকাঠীবাসীর কাছে তিনি স্মরনীয় হয়ে আছেন।