1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে অ*গ্নিকা*ন্ডে কসমেটিক্সের একটি দোকান ভ*স্মি*ভূত  বাউফলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে চলা মানববন্ধন পন্ড রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন পটুয়াখালীতে গণধ*র্ষণে*র শিকার এক তালাকপ্রাপ্তা মহিলা বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত 

সাংবাদিককে বিস্ফোরক মামলায় আসামী করার প্রতিবাদে গৌরনদীতে তিন উপজেলার সাংবাদিকদের মানববন্ধন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তর পত্রিকার উজিরপুর প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চুকে বিএনপি নেতা কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলায় আসামি করার প্রতিবাদে ও দ্রুত মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে তিন উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে বুধবার বেলা পৌনে ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন  ও প্রবিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবনন্ধন শেষে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, বদরুজ্জামান খান সবুজ, কাজী আল-আমিন, বিএম বেলাল, সৈয়দ নকিবুল হক-সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলক বিস্ফোরক মামলা থেকে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে অব্যাহতি দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি উজিরপুরের সোনারবাংলা নামক এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল ও দুইটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল উদ্ধার করে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার কথা থাকলেও রহস্যজনক কারণে বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার বাদী হয়ে ৭৫ জনকে আসামী করে বিস্ফোরক আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ব্যবসায়ী, দিনমজুরসহ সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে আসামী করা হয়। মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের সম্পর্কে বাদী সবুজ হাওলাদার কিছুই জানেন না দাবি করে বলেন, বিএনপির সিনিয়র নেতাদের চাঁপে তিনি মামলার বাদী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট