জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে ট্রাফিক সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। শনিবার( ৫ অক্টোবর) দুপুরে পটুয়াখালী শহরের প্রবেশ মুখে বড় চৌরাস্তা মোড়ে পুলিশ বক্সের সামনে পুলিশ প্রশাসন আয়োজিত ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মো. ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) আহমেদ মাঈনুল হাসান, টিআই মো. রহমত আলী, টিআই (প্রশাসন) মো. মাহাবুব ইসলাম ও সার্জন্ট মো. রাসেল রেজা প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধে ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নাই। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানান তিনি। এ ব্যাপারে জনসাধারণের মাঝে সচেনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।