সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ সকল সরকারী ও এমপিওভুক্ত মাদ্রাসায় ১৫ দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনা অনুসারে আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত চলবে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (৭ মে) মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সব সরকারী ও এমপিওভুক্ত মাদ্রাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এজন্য প্রত্যেক মাদ্রাসা নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ইসলামিক সাংস্কৃতিক পক্ষ চলাকালে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও চালু রাখতে হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।আয়োজনের ছবি ও ভিডিও adm.dmeb@gmail.com-এই ই-মেইলে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।