জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুর নূরসহ ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারনের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদের ব্যানারে পাঁচ শতাধিক নার্স কর্মকর্তা ও স্টুডেন্ট নার্স।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন কালে উক্ত দাবীতে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের সাবেক নার্সিং সুপারিনটেন্ডেন্ট ও জহির-মেহেরুন নার্সিং কলেজের অধ্যক্ষ খন্দকার আরিফুর রহমান, নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক সিনিয়র নার্স মোসাঃ আয়শা বেগম, সমন্বয়ক মো. কাওসার মাহমুদ, সমন্বয়ক নাজনিন আক্তার, সমন্বয়ক ফাতেমা বেগম কচি, সমন্বয়ক আতাউর রহমান, জেসমিন আক্তার প্রমুখ সিনিয়র নার্স। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ রওশন আরা, ইন্সট্রাক্টর খাদিজা বাজমিন, মাহমুদা সুলতানা শিউলি, ফাতেমা বেগম, জোৎস্না রানী, রিনা বড়াল ও কাজল রানী দাস।
এ মানববন্ধনে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট ও ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতাল, জহির- মেহেরুন নার্সিং কলেজসহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের পাঁচ শতাধিক শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থী নার্স অংশগ্রহন করেন।