1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের বস্ত্র বিতরণ পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দুমকিতে শ্বশুর-শ্বাশুড়ি কর্তৃক বোনকে হ*ত্যার অভিযোগ বাউফলে ভাইয়ের! পটুয়াখালীতে কিন্ডার গার্টেন স্কুল সমূহের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ গৌরনদীর গুরুত্বপূর্ণ সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি; যান চলাচলে মারাত্মক ঝুঁকি জাতীয়করনের দাবীতে পটুয়াখালীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির লা*শ উদ্ধার বাউফলে পরকিয়ার সন্দেহে স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা, শিশু সন্তান নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর মসজিদের ইমামের কাছে স্বেচ্ছাসেবক দলের সভাপতির চাঁদা দাবি, অতপর গ্রেফতার

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পটুয়াখালীতে ১৭৬টি মন্ডপে দুর্গাপূজা শুরু; নিরাপত্তায় আইনশৃংঙ্খলা বাহিনী

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা প্রশাসনের কঠোর নজরদারীতে জেলার মহিপুরে ৪টিসহ ৯টি উপজেলায় ১৭৬টি মন্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছ। নির্বিঘ্নে ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন করতে আনসার, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা রাতে ষষ্ঠী পূজার মাধ্যমে পটুয়াখালী জেলার মহিপুর থানায় ৪টিসহ ৯টি উপজেলায় ১৭৬টি মন্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে।

দুর্গোৎসব নির্বিঘ্ন করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের একাধিক সভা, মতবিনিময় ও প্রেসব্রিফিং করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বরিশালের অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুস সালাম (রিমন)সহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

১৭৬টি পূজা মন্ডপের মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২৬টি, গলাচিপা উপজেলায় ২৮টি, বাউফলে ৬৫টি, দুমকিতে ১০টি, রাঙ্গাবালীতে ৫টি, মির্জাগঞ্জে ১৫টি, দশমিনায় ১৩টি ও কলাপাড়া উপজেলায় ১০টি পূজামন্ডপ। এ সব পূজামন্ডপে পূজা অর্চনার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন। উক্ত সংখ্যক পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ন ৫৭টি, গুরুত্বপূর্ন ৯১টি এবং সাধারণ মন্ডপ ২৭টি বলেও জানান তিনি। পূজামন্ডপসমূহে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। মন্ডপসমূহে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট