জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে হতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে নতুন বাজার, সদর রোড, আদালতপাড়া রোড হয়ে লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম।
তিনি সারাদেশে মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র সমালোচনা করে বলেছেন, বিএনপিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতা কর্মী, সমর্থকদেরসহ গনতন্ত্রকামী জনগনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।