ষ্টাফ রিপোর্টারঃ ১৯ শে এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে শ্রেষ্ঠ ছাদ বাগানের ১ম পুরস্কার পেলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাড. গাজী জসীম উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ পুরস্কার তার হাতে তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুল নাহার লাইলী এমপি এবং বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র সহ রাজনৈতিক ব্যক্তিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এ্যাড. গাজী জসীম উদ্দীন ঢাকার বনশ্রীতে ৯ তলা ভবনের ছাদে বিভিন্ন শাক-সবজি সহ বিভিন্ন ফল ও ফুল গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন একটি বিশালাকার বাগান করেছেন। তার বাগান দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।
এ্যাড. গাজী জসীম উদ্দীন বলেন, “আমি গ্রামের সন্তান। এত বড় ঢাকা শহরে থাকলেও গ্রাম ও প্রকৃতি আমাকে সব সময়ই টানে। তাইতো কৃষি এবং কৃষকদের ভালোবাসার টানেই আমি তাদের কল্যানে কৃষক লীগে যোগ দিয়ে কৃষক লীগের রাজনীতি করছি। বাগানটি করেছি আমি অনেক যত্ন করে। বাগানের গাছগুলোর দিকে যখন আমি তাকাই, নিজ হাতে পানি দেই, যখন পরিচর্যা করি, আমি কেমন যেনো মানষিক তৃপ্তি পাই। খুবই শান্তি লাগে। বুঝিনি আমার এই বাগানের জন্য আমি এত বড় একটি পুরস্কার পাবো। আজকের এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণীত করবে। বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সহ সকলের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে পুরস্কৃত করার জন্য। আমি আশা করি ঢাকা শহরের প্রতিটি ভবনের ছাদে সবাই ছাদ বাগান করবেন এবং পরিবেশ বিপর্যয় ঠেকাবেন। এতে নিজেরও লাভ, দেশের জন্যও মঙ্গল।”