মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নেতা-কর্মীরা শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। ইতোমধ্যে ১৫ আগষ্টকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে উপজেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শৃঙ্খলা কমিটি করে দায়িত্বও পালন করছেন এসব নেতারা।
নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেল ৫টার দিকে উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দুমকী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সহিদুল ইসলাম সহিদ সরদারের সঞ্চালনায় বক্তব্য দেন দুমকী উপজেলা যুবদলের আহবায়ক মো: জসিম উদ্দিন হাওলাদার।
এসময় দুমকী উপজেলা যুবদলের আহবায়ক মো : জসিম উদ্দিন হাওলাদার বলেন, গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার খুনি হাসিনা ৫ আগষ্ট পালিয়ে গেলেও তার দোসররা এদেশে রয়েছে। তারা যদি কোন প্রকারের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তবে যুবদল দাঁতভাঙ্গা জবাব দেবে।
সংক্ষিপ্ত সভায় দুমকী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, হাবিবুর রহমান নান্নুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এ সময়।