সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন দোকানে সিগারেট বিক্রি বন্ধে পদক্ষেপ নেয়ার দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় শিশুতোষ সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)। দেশব্যাপী সংগঠনটির সদস্যরা স্থানীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কাঁড়তে স্মারকলিপি পেশের ধারাবাহিকতায় পটুয়াখালীতেও এই স্মারকলিপি পেশ করা হয়েছে।
রবিবার (৫ মে) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর কাছে এ স্মারকলিপি পেশ করা হয়। এতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি ও স্কুল সংলগ্ন দোকানে সিগারেট ও তামাকজাত দ্রব্য সরবরাহ বন্ধে জেলা প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহন ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রুবাইয়াত হক মেহেদী, শিশু সাংবাদিক আবু ইরফান, সদস্য নাসরিন জান্নাত, ফাইদা জাহান তিশা, ফারহান খান লাবিব প্রমুখ।