মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: শিক্ষকদের আয়োজনে “ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় আড়ালে আড়ালে কোনে কোনে” স্লোগানকে সামনে রেখে এই প্রথমবার পটুয়াখালীর দুমকীতে ‘বসন্ত বরনে শিক্ষকদের বন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন দি বিরতি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষকদের পরিবেশনায় এক আনন্দঘন পরিবেশে গান, কৌতুক , আবৃত্তি ও স্মৃতিচারণের মাধ্যমে দিবসটি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, আহমেদ হারুন কারিগরি ও বিএম ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, দক্ষিণ বঙ্গ কৃষি কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপী, এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: জব্বার হাওলাদার, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রব জোমাদ্দার, উত্তর শ্রীরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান প্রমুখ।