1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড; বিফলে যাবে সকল ষড়যন্ত্র’- বাউফল বিএনপি বাউফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র মানবিক সহায়তা খাবার বিতরণ পটুয়াখালীতে বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে ১২’শ কুরআন শরীফ বিতরণ  পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষণে ২৪টি বৃক্ষ রোপণ  পটুয়াখালীতে র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে বাজুস’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তারেক রহমানের বিরুদ্ধে কুরু*চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের উদ্যোগে বিক্ষো*ভ মিছিল  তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল  পটুয়াখালীতে সেনাবাহিনীর সতর্কতামূলক অভিযান: বেপরোয়া অটোরিকশা চালনায় লাগাম ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে খাবার সামগ্রী বিতরণ

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে কেন্দ্রীয় বিএনপির সদস্য ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার গ্রুপের পক্ষ থেকে র‍্যালি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলা বিএনপির একাংশ কার্যালয় ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজনের মধ্যদিয়ে গরীব ও দুস্থ পুরুষ মহিলাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রথমে শহীদ জিয়াউর রহমানের স্মরনে বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির আয়োজনের এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মী।

আলোচনা সভায় তার জীবন ও কর্ম নিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও দেশগঠনে অগ্রণী ভূমিকার নায়ক। পরে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং তারা শহীদ প্রেসিডেন্টের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, শহীদ জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। তার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট