সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ তীব্র গরমের কারণে এক সপ্তাহ ছুটির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে। নতুন করে আর ছুটি বাড়ছে না। কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২০ এপ্রিল সকল শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিলো। তীব্র দাবদাহের কারণে কাগজপত্রে আজ বৃহস্পতিবার ছুটি শেষ হওয়ার কথা থাকলেও আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এক সপ্তাহ ছুটির পর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম আবার শুরু হবে। কিন্তু তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসকল কার্যক্রম সীমিত থাকবে। তীব্র গরম ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে শিখন ঘাটতি পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে বলে প্রজ্ঞাপণে জানানো হয়েছে।