জেছমিন, পটুয়াখালীঃ শনিবার (১০ মে) সকাল ১০ টায় মল্লিকা হল রুমে রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু ও রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং ঢাকার পরিচালক মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজ এর পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুখেন্দু বিকাশ পাইক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম খান, সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলার সহযোগী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও পটুয়াখালী মেডিকেল কলেজ এর এমবিবিএস ফাইনাল ইয়ারের মোঃ ফয়সাল হোসাইন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখা অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পটুয়াখালীতে পরিচালিত হয়ে আসছে। অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে সাফল্য অর্জন করেছেন বলে রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার শিক্ষার্থীরা জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।