সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ ঘোষিত তফশিলের সময় বৃদ্ধি এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আহ্বান জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এক সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
রওশন এরশাদ বলেন, ঘোষিত তফশিলের সময় যথেষ্ট নয়। তফশিলের সময় আরও কিছুটা বাড়ানো প্রয়োজন। তিনি জানান, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ হিসেবে ধার্য করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ তারিখ। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ জন্যও তফশিল পেছানো দরকার। একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার বসার আহবান জানান তিনি।