সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৪, সিপিএসসি, মিরপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর শাহ আলী তানিয়া জুয়েলার্স, বাসা-২/১, ব্লক-এ, রোড-৫, মিরপুর-১ এর সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বরগুনা জেলার নাঃ শিঃ নিঃ দমন মামলা নং-৩৯/০৯ ধারাঃ ১১(ক) এর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ ছলেমান(৪৮) পিতা- ছাদেম আলী মীর সাং- জাকিরতবক, থানা- তালতলী, জেলা বরগুনাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতাকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।