1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

মির্জাগঞ্জে শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ কমিটি বাতিল, শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগে প্রধান শিক্ষক আব্দুস সালামের বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার দেউলি ইউনিয়ন বাজার মোড়ে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধভাবে কমিটি দেওয়ার প্রতিবাদে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, শিক্ষার্থীদের যৌন হয়রানি, প্রতিষ্ঠানে অর্থ লোপাট, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়। এ সময় প্রধান শিক্ষকের বিচার দাবী করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য জাকির হোসেন খান, মোতালেব মৃধা, বাবু শিকদার ও প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান বলেন, ’ঐতিহ্যবাহী এই মাধ্যমিক বিদ্যালয়টি ৫০ বছরের পুরোনো কিন্তু এর সুনাম বর্তমান প্রধান শিক্ষক আব্দুস সালাম শেষ করে দিয়েছে। তার স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারনে বিদ্যালয়টি আজ ধ্বংসের মুখে। সম্প্রতি বিদ্যালয়ের কাউকে না জানিয়ে তিনি রাতের আঁধারে একটি কমিটি করেছে যেখানে জমি দাতাসহ স্থানীয় কাউকে রাখেনি। আমরা এর প্রতিবাদ জানাই।”

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন বলেন, ‘আব্দুস সালামের বিরুদ্ধে এসব অভিযোগ অনেক পুরোনো। তার হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তার স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও শিক্ষার্থীদের হয়রানি বন্ধে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা এই সালামের অপসারণের জোর দাবি জানাই।”

এ ব্যাপারে জানতে দেউলি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। এছাড়াও বিদ্যালয় ম্যানিজিং কমিটির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে তার কর্মস্থলে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইলে দফায় দফায় কল দিলেও রিসিভ করেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট