মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ বিজয়ের ৫২ বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারীর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, আনোয়ার হোসেন খান, আব্দুল বারেক শিকদার, ইউসুফ আলী মাস্টার, আব্দুল আজিজ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ ও উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের দুই শতাধিক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।