• মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের জমি দখল ও প্রা*ণনা*শের হু*মকির অভিযোগ

মিথ্যা প্রপাগান্ডার যাঁতাকলে বিএনপি নেতা কামাল, প্রতিবাদে জনতার মানববন্ধন

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ / ১৩০ বার পড়া হয়েছে
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন মৃধার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা প্রপাগান্ডা, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় লোহালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কামাল হোসেন মৃধাকে সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। একাধিকবার অযাচিত ঘটনা ঘটিয়ে তাঁকে জড়িয়ে ফেলা, ঘষামাজা ছবি প্রকাশ এবং গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও মাদকসেবী হিসেবে উপস্থাপন করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

সমাবেশে জানানো হয়, এ ধরনের মিথ্যা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য সাজানো। কামাল হোসেন মৃধা একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও সাধারণ মানুষ তা মেনে নেবে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম সিকদার, লোহালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল সরদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবর হাওলাদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সাধারণ মানুষও এ কর্মসূচিতে অংশ নিয়ে জানান, কামাল হোসেন মৃধাকে কলঙ্কিত করার যেকোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবেন। তিনি একজন সৎ ও ত্যাগী রাজনীতিক, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানিত করার অপচেষ্টা ব্যর্থ হবে। দলের দুঃসময়ে তিনি হাল ধরেছেন, শতশত হামলা মামলা সহ্য করে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। রাজনৈতিক প্রতিপক্ষরা যদি মিথ্যা প্রপাগান্ডা ও ষড়যন্ত্র বন্ধ না করে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


আরও খবর পড়ুন: