মোঃ জিয়াউর রহমান, পিরোজপুরঃ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের দায়ের করা মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর টাউন ক্লাবের সামনে ‘আমার দেশ পাঠক মেলা’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, “মাহমুদুর রহমানের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে মেঘনা গ্রুপের সব পণ্য বয়কট করা হবে।”
তিনি আরও বলেন, “মেঘনা গ্রুপ বাংলাদেশি প্রতিষ্ঠান হলেও এটি ভারতের অর্থে পরিচালিত। মাহমুদুর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার প্রতীক। ২০১৩ সালে যখন ভারতের অর্থায়নে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল, তখনই আমার দেশ গর্জে উঠেছিল। সেই গর্জনে সরকারের ঘুম ভেঙে গিয়েছিল। এর এক বছরের মধ্যেই মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য ও সাজানো ফাঁসির মাধ্যমে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। শুধু তাই নয়, সত্য প্রকাশের অপরাধে মাহমুদুর রহমানকে দেশছাড়া করা হয়।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌর জামায়াতের আমীর মাওলানা ইসহাক আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার এবং পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।