1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী কোস্টগার্ড এর উদ্যোগে ৪’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান পটুয়াখালীতে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন পটুয়াখালীর ইপিজেড-এ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ; ক্ষতিগ্রস্তদের মাঝে আনন্দের বন্যা বাউফল হাসপাতালে ১৫ চিকিৎসক পদের ১১পদ শূণ্য, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে বিএইচএএ এর স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে জেলা পরিষদ পুকুরে প্রা*ণ গে*লো শিশু শিক্ষার্থী সুমাইয়ার; পরিবার সহ গোটা এলাকায় শো*কের মাতম বাউফলে দেশীয় ম*দ সহ গ্রে*ফতার-১ পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান “জীবনের চাকা আপনার হাতে”–আফজাল হোসেনের গ্রন্থের মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহন

জালাল আহমেদ, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, পটুয়াখালীঃ মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৬ ডিসেম্বর প্রত্যুষে ডিসি স্কয়ারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকাল ৬.৪৫ মিঃ বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে, ডিসি বাংলোর সামনে, পুরাতন জেলখানা এবং মাতুব্বর বাড়ি সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পন। ৭.৪৫ মিঃ সার্কিট হাউজ হতে এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়াম পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র‍্যালী, সকাল ৮.৩০ মিঃ সময় এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। ৮.৪০ মিঃ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলুশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস বাদল দল, রোভা স্কাউটস, গার্লস গাইড, জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ।

সকাল ৯ টায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন, সকাল ৯.২০ মিঃ মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস বাদল দল, রোভা স্কাউটস, গার্লস গাইড, জেলা সদরের প্রাথমিক বিদয়ালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহনে ডিসপ্লে, ডিসি স্কয়ারে সুবিধাজনক সময় ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রমান্যচিত্র প্রদর্শন। ১৬-৩১ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা-উপজেলা পর্যায়ে হাট-বাজারসহ সকল জনসমাবেশস্থলে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক প্রমান্যচিত্র প্রদর্শন।

১৬ ডিসেম্বর বাদ জোহর মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩ টায় মহিলা ক্রীড়া সংস্থা মাঠে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান। বিকাল ৩.৩০ মিঃ স্টেডিয়ামে লাল দল বনাম সবুজ দলের প্রীতি ফুটবল প্রতিযোগীতা। বিকাল ৪ টায় একই স্থানে জেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগীতা। সন্ধ্যা ৫.৩০ মিঃ ডিসি স্কয়ারে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং “বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যা ৭ টায় ডিসি স্কয়ারে সাংস্কৃতিক অনুষ্ঠান, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙিন পতাকা ও প্লাকার্ড, ফেস্টুন দ্বারা সজ্জিত করন।

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম সকলের প্রতি আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট