ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশন এর পক্ষ থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম কে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার সকালে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় পটুয়াখালী জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশন এর সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদর উপজেলা সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আমির আব্দুল্লাহ বাসির সহ ডেইরি খামারিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও শুভেচ্ছা জানানোর সময় পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও উপস্থিত ছিলেন।