1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

ভোলায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজনের উপর হা*মলা, ভাং*চু*র ও লু*টপা*টের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ মহিউদ্দিন, ভোলাঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ মহিউদ্দিন, ভোলাঃ ভোলার চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজনের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে খাইরুল ইসলাম সোহেলসহ তার সহযোগীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী মোঃ সুজন অভিযোগ করে বলেন, আমি চরফ্যাশন উপজেলার আল-আরাফাহ বহুমুখী সমবায় সমিতির সভাপতি। মোঃ কামাল নামের একজন গ্রাহক সমিতির ঋণের খেলাপীর টাকা দেয়না বলে আমি তাকে অফিসে ডেকে আনি। এসময় চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের আবুল খায়ের খানের ছেলে, খায়রুল ইসলাম সোহেল আমাকে ফোনে হুমকী দিয়ে বলে, কামালের কাছ থেকে ঋণের বকেয়া কোন টাকা নেয়া যাবে না। আমি তার এ অন্যায় আবদারে রাজি না হওয়াতে, সে গত ১০/০২/২০২৫ইং তারিখ বেলা ১২টার দিকে সন্ত্রাসী খায়রুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৬০/৭০ জন সন্ত্রাসী আমার চরফ্যাশন বাজারের চাউলপট্টি আল-আরাফাহ সমবায় সমিতির কার্যালয়ে অনধিকারভাবে প্রবেশ করে। এসময় তারা আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। অন্যদিকে সন্ত্রাসীরা আমার অফিসে থাকা ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন দামীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে (নিরাপত্তাজনিত কারনে) ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আমি চরফ্যাশন থানায় একটি অভিযোগ দাখিল করেছি। কিন্তু এক অদৃশ্য ইশারায় পুলিশ এখনো মামলাটি এফআইআর করেনি।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী সুজন আরো অভিযোগ করে বলেন, বর্তমানে সে সন্ত্রাসী আমার উপর হুমকি ধামকি অব্যাহত রেখেছে। তার ভয়ে এখন আমি আমার প্রতিষ্ঠানে বসতে পারছি না। সে হুমকি দিয়ে আমার অফিসের ঘর মালিককে বলেছে, আমি যদি অফিসে যাই তাহলে আমার অফিসটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট