জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের মধ্যে পটুয়াখালী জেলায় নিহত ১১ জনের পরিবারের আর্থিকসহ সার্বিক সহায়তার দাবী করেছে পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপর ছাত্র নেতৃবৃন্দ।
আজ ৬ আগস্ট সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের কাছে এ দাবী করেন পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়কদাবীকারক ছাত্র নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমন্বয়ক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জেল হোসেন, তানভীর, ফাহাদ, রিফাত, কাওসার, জিন্নাত, সজীব খাঁন, ইমতিয়াজ, ছালমান, তানজিলা শিমু, কামরুল ইসলাম, গোলাম কিবরিয়া, রাকিব হোসেন, মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল রাইয়ান ও জুবায়ের হোসেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের TC দেয়া থেকে বিরত থাকতেও জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন সমন্বয়ক প্রতিনিধবৃন্দ। এ ব্যাপারে জেলা প্রশাসক তাদেরসহ সকলের সহযোগিতা কামনা করেন।