1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

“বৈষম্য বিরো*ধী আ*ন্দো*লন শেষ হয় নাই, ৫ আগস্টের পরও দেশে চাঁ*দাবা*জী, দখ*লবা*জী স*ন্ত্রা*স, দু*র্নী*তি হ*ত্যা-খু*ন, ধ*র্ষ*ন চলছে” -মুফতি সৈয়দ ফয়জুল করীম

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হয় নাই, ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজী, দখলবাজী সন্ত্রাস, দুর্নীতি হত্যা-খুন, ধর্ষন চলছে। দেশে এখনও ফ্যাসিস্ট রয়েছে। আলেম, ওলামায়েরাই বেশী বৈষম্যের শিকার হয়েছে। কওমী শিক্ষার্থীরা, বোরকা পরিধান শিক্ষার্থীরা চাকুরী পাচ্ছে না। নৌকায়ালারা নৌকা চালাতে পারে না, ধানের শীষেরা ধান তুলতে পারে না, কাস্তেরা ধান কাটতে পারে না। তাই সময় এসেছে হাতপাখার। হাতপাখা সবাই পারে। হিন্দুরা হাতপাখা ব্যবহার করতে পারে।” আজ থেকে ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ঘরে ঘরে গিয়ে হাতপাখার দাওয়াত দেয়ার আহবান জানান সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রবিবার (১২ জানুয়ারী) বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, “ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্থা।” তাই মুসলমান সন্তানদেরকে ইসলামী ছাত্র আন্দোলনে আসার আহবান জানান তিনি।

জেলা ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম রশিদী এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. হাসান আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান, জেলা কমিটির উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মাদ মোশাররফ হোসেন মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি মাওঃ কাজী গোলাম সরোয়ার, সহ-সভাপতি হাওলাদার মু. সেলিম মিয়া, সহ-সভাপতি মাওঃ আবুল হাসান বোখারী, সেক্রেটারী মাওঃ মুহাঃ নজরুল ইসলাম, সাবেক সেক্রেটারী প্রভাষক মাওঃ আর আই এম অহিদুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান আব্বাসী, জেলা ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সভাপতি মাওঃ মু. আবু সাঈদ, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওঃ আনসার উল্লাহ আনসারী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মুঃ জসিম উদ্দিন জাফর, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. সৈয়দ মু. শাহজামাল, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মু. জাহিদ হোসেন লিটন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মাদ ইমাম হোসেন। আরো বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠনে মুহা. মিরাজ হোসেনকে সভাপতি, মুহা. আমিনুল ইসলামকে সহ-সভাপতি ও মুহা. হাসান আলীকে সাধারণ সম্পাদক ঘোষনা করে তাদের শপথ পড়ান এবং দোয়া মোনাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট