1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক ঠেকাতে দুমকীতে বিক্ষোভ মিছিল

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক বা অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘হ-তে হান্নান, হ-তে হত্যাকারী, হ-তে হাসিনা, ভুয়া সমন্বয়ক মানি না, মানবো না’, তুমি কে আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক, ক্যাম্পাসে সমাবেশ মানি না, মানবো না, এমন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের শুরু থেকে যারা জড়িত ছিল তাদের নামের তালিকা আইনশৃংখলা বাহিনীসহ কেন্দ্রীয় মূল ৬ জন সমন্বয়কের কাছেও রয়েছে। তাই এই বিষয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যেন বিভ্রান্ত ছড়ানো না হয়।
তারা আরও জানান, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা এখন ভুয়া সমন্বয়ক সাজার জন্য বিভিন্ন সমাবেশ করতে চায় যা আমরা মানি না, মানবো না। অনুপ্রবেশকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা আন্দোলনকারী হিসেবে মেনে নেয়া হবে না।

এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র থেকে আসা ১০ সদস্যের একটি টীমের একজন সমন্বয়ক পরিচয়দানকারী হাসিবুল হোসেন শান্ত নিজেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবী করে বলেন, মূলত আমরা বরিশাল বিভাগে এসেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে মতবিনিময় সভা করতে। পরবর্তীতে স্কুল কলেজ থেকেও যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকেও আলাদা একটা টাইম দেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট