জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাতবরণকারী পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও তাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুহম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ ও পটুয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা এ.কে. এম ফখরুদ্দীন খান রাযী।