জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম দিবসে তাঁর আশুরোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালীতেও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসর নামাজ বাদ শহরের মদিনা জামে মসজিদে এ দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু ইউসুফ।
এ দোয়া মোনাজাতে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, শ্রমিক দলের সভাপতি জাহিদুল হক খানসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।