সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ দেশেব্যাপী বইছে তীব্র দাবদাহ। সারা দেশে জারি রয়েছে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট। এর মধ্যেই আশার খবর জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার আবহাওয়া অফিসের দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬ টার পর থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে গরমের অনুভূতি কিছুটা হলেও কমবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করতে পারে কিছুটা। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এর স্বাক্ষরিত এ পূর্বাভাসে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহ আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের শেষ দিকে দেশের উত্তরপূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে।