সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, দেশে দাবদাহ যখন চলমান এরই মধ্যে এবার বৃষ্টির সম্ভ্যব্য সময় জানালো আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টার যে হিট এ্যালার্ট জারি করা হয়েছে সেই ৭২ ঘণ্টার শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় দেয়া বর্ধিত পাঁচ দিনের এক আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে হিট এলার্টের মধ্যেই আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।