জালাল আহমেদ, পটুয়াখালীঃ ৩ মে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (৩ মে) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ণ এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবীতে ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে উক্ত দাবীতে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি মো. জাকির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ণ এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনসহ মফস্বলে কর্মরত সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবী জানান। এ কর্মসূচীতে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন। বক্তারা সাংবাদিকতার এই মহৎ পেশার মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার জন্য সংবাদকর্মীদের প্রতি আহবান জানান।