মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের আয়োজনে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে প্রায় ৭০ জন সর্বস্তরের রোগীকে বিনামূল্যে ফিজিও থেরাপি সেবাসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় প্রতিষ্ঠানের ইনচার্জ ডা: আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং ফিজিওথেরাপিস্ট ডা: সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এ সময় মহিপুর থানার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরকম মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে ডা: সাইফুল ইসলাম বলেন, নাম মাত্র মূল্যে ফিজিওথেরাপি সেবা সহ ডায়াগনস্টিকের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দেয়া হয়। তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
ডা: আলমগীর হোসেন বলেন, আমাদের এই কেন্দ্রে ফ্রি ফিজিওথেরাপি পরামর্শ ও চিকিৎসা, সচেতনতা সহ সরঞ্জাম বিতরণ করা হয়ে থাকে। সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট না থাকায় রোগীদের ৫০০-১০০০ টাকায় এই সেবা নেয়া লাগে। কিন্তু আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র দু:স্থ ও অসহায় রোগীর থেকে ৫০ টাকা এবং অন্যান্য রোগীর থেকে ১০০ টাকা করে নিয়ে মানসম্মত সেবা প্রদান করে।