জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগের কর্মসূচী ঘোষনার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এর বাসভনের সামনে থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান (খান কবির) এর নেতৃত্বে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে এসে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সামুন, সম্পাদক মন্ডলীর সদস্য আশিকুর রহমান মাসুদ, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রুবেল, পৌর যুবদলের মো. রিয়াজসহ অন্যান্য যুবদল নেতৃবৃন্দ। মিছিলে বিপুল সংখ্যক নেতা কর্মী অংগ্রহন করেন বলে এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির জানান।
বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচী ঐক্যবদ্ধভাবে প্রতিহত এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবী করেন।