1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ গৌরনদীর গাউছিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ  গৌরনদীর বাটাজোড়ে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল  বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বংস সহ পুলিশের সামনে মা*রধ*রের অভিযোগ পটুয়াখালী আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা দীর্ঘ ১৮ বছর পর হ*ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর ঘুডু আরিফ গ্রেফতার গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সদস্য মোঃ সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন , এই দেশে জাতীয়তাবাদী দল মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ আর বঙ্গবন্ধু ও হাসিনা লুটেরা অভিশপ্ত পরিবার। এই ফ্যাসিস্ট হাসিনা আয়নাঘর, ভোটার বিহীন নির্বাচন সৃষ্টি করে দেশে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংস করেছে। আর জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের মঙ্গলে ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কার ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে সচেতন করতে সকল স্তরের নেতা কর্মীকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোফাজ্জেল আলী খান দুলাল, মো. দেলোয়ার হোসেন খান নান্নু, বশির আহমেদ মৃধা, মো. মিজানুর রহমান, আলমগীর বাচ্চু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, মৎস্য দলর সভাপতি ভিপি শফিকুল ইসলাম শাহিন, সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা মহিলা দলের সভাপতি ফারজানা আক্তার রুমা, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটো, শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান খান বাবু, তাতি দলের সদস্য শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট