এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে উৎসবে পরিবেশে শেষ হলো ৩দিন ব্যাপী মাধ্যমিক পর্যায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ফাইনালের মধ্য দিয়ে সমাপ্ত হয় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতার ৯টি ইভেন্টে উপজেলার প্রায় ৬০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফুটবল, কাবাডি, সাঁতার ও দাবা সহ নানা খেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতার মাঠে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।
ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। অন্যদিকে, মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে মাধবপুর এনকে মাধ্যমিক বিদ্যালয়। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আর রানার্সআপ হয় চর আলগী মাধ্যমিক বিদ্যালয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতা পরিচালনার কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।