মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ "সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন" এই প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. ফিরোজ এমপি।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথমবারের মত চালু করলেন সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা। এই স্কিমের আওতায় সরকারি চাকুরীজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তভুর্ক্ত হবে। ১৮ বছরের বেশি হলেই এখন থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। যারা সরকারি চাকরি করেন তারা তো পেনশন পান। সরকারি চাকুরির বাহিরের জনগোষ্ঠীর জন্য এই ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিচুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।