এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫ ইং উপলক্ষে মৎস্যজীবী, আড়তদার, পাইকার সহ জেলেদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৯/০৯/২৫) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার সোহাগ মিলু, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার সামিন, কৃষি কর্মকর্তা মিলন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোর্শেদ, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সিদ্দিকুর রহমান, থানার এসআই ইব্রাহিম মোল্লা ও উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বগা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন, কেশবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান।
জনসচেতনতা মূলক সভায় বক্তব্য দেন, সহকারী ভূমি কমিশনার সোহাগ মিলু, থানার এসআই ইব্রাহিম মোল্লা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি শেখ মোঃ জাফরান আল হারুন (এম জাফরান হারুন) প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে সহ বিভিন্ন ভাবে জনসচেতনতা মূলক বক্তব্য দেন।