• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ / ১৬৭ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৯টি ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দাশপাড়া ল্যাড়া মুন্সীরপুল এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে এলাকায় কোন উন্নয়ন হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান লুটপাট করেছেন। তাই এই সব ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হোক। নাহয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করা হবে। তাতেও যদি লাভ নাহয় তাহলে বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে বক্তব্য দেন।

তিনি অতি দ্রুত দাশপাড়া ইউনিয়নের কালাইয়া – পটুয়াখালী সড়কের ছোট চৌমুহনী (কুট্টির দোকান) নওমালা ব্রিজ, ল্যাংড়ার মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ী পর্যন্ত রাস্তা, সাবেক চেয়ারম‍্যান নুরু মিয়ার বাড়ী থেকে রশিদের বাড়ী পর্যন্ত রাস্তা, কাঠের পুল থেকে হুজুরের বাড়ী পর্যন্ত রাস্তা, বড় চৌমুহনী থেকে – ইলশার খাল পর্যন্ত রাস্তা, পাঁচ বাড়ী থেকে – বাউফল পর্যন্ত রাস্তা, পুর্ব খাজুরবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে – খালেক চৌধুরী বাড়ী পর্যন্ত রাস্তা, গেদু চৌকিদার বাড়ী থেকে পশ্চিম খাজুরবাড়ীয়া পর্যন্ত রাস্তা ও বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।

মানববন্ধন ও সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।


আরও খবর পড়ুন: