মু. মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার সময় উপজেলা আ'লীগের কার্যালয় জনতা ভবনে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মোশারেফ হোসেন এর
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাদ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজ সিকদার প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন পৌর আ'লীগের ধর্ম বিষয়ক সম্মাদক কাজী জামাল।