মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ ছাগল ও ভেড়ার প্লেগ রোগ ঠেকানোর লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে প্রাণী সম্পদ অধিদপ্তর সেবা কার্যক্রম শুরু করেছে। বুধবার দুপুর ১২টায় বাউফল পৌরসভার সামনে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে ৯দিন ব্যাপী চলমান থাকবে। পিপি আর ভেক্সিন শুরুর আগে পৌরসভার ডা.এ.এফ নাসির উদ্দিন আহম্মেদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মানবিন্দু শীল, প্যানেল মেয়র বাবুল খান, পৌর নির্বাহী কর্মকর্তা মাইনুল হক ও উপ-সহকারী কর্মকর্তা মাইনুল ইসলাম সুমন। এসময় প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ সারথী দত্ত জানান, "সরকারের সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ে সেবা দেওয়ার লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরশহরে এর আনুষ্ঠানিক কার্যক্রম একযোগে শুরু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে একজন করে ব্যক্সিনেটর (সেচ্ছাসেবী) নিয়োগ দেওয়া হয়েছে।"