এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে পান-সুপারি বিক্রির আড়ালে যখন মাদক কারবারি মোঃ মুছা ইয়াবাসহ আটক।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ১১টার দিকে উপজেলার দাশপাড়া ইউপির ল্যাংড়া মুন্সিরপুল সংলগ্ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুছা (৪২) দাসপাড়া ইউপির খাজুরবাড়ীয়া গ্রামের মোঃ আনিচুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ল্যাংড়া মুন্সির পোলের ঢালে অবস্থিত ওই মুছার পান-সুপারির দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় তার পান-সুপারির ক্যাশ বাক্সের ভিতর তল্লাশি চালিয়ে ১০৯ পিচ ইয়াবা জব্দ করে থানা পুলিশ।
এবিষয়ে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ‘আটককৃত যুবক পান-সুপারির ব্যবসার পাশাপাশি মাদক বিক্রি করে আসছে। তাই তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’