• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

বাউফলে দুই দিনের ব্যবধানে আরও এক ব্যক্তির ভাসমান লা*শ উদ্ধার

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ / ১৯৬ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

মোঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে দুই দিনের ব্যবধানে আব্দুল্লাহ রবি (৫২) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের হোগলা খাল থেকে পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ডে তার বাবার নাম বকস্ শেখ, বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রামে এবং ডাকঘর ভেওয়ামারা উল্লেখ রয়েছে। লাশের পড়নে নীল রংয়ের জিন্সপ্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল। গায়ে কোন পোশাক ছিলনা।

এছাড়াও তার সাথে সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী পদবী লেখা একটি পরিচয় পত্র পাওয়া গেছে। সে অনুসারে আব্দু্ল্লাহ রবি ট্রাকের সহকারী হিসাবে চাকরী করতো। কোন এক ব্যক্তির মালামাল নিয়ে ট্রাকটি বুধবার রাতে কুম্ভুখালী গ্রামে আসে। যাওয়ার গন্তব্যে যাওয়ার পথে ট্রাকটি বিদ্যুতের তারে আটকে যায়। তখন আব্দুল রবি ওই ট্রাকের উপরে উঠে তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান। তার গায়ে পোড়া দাগ ছিল এবং রাস্তায় একটি পোড়া শার্ট পাওয়া গেছে। শার্টটি আব্দুলাহ রবির গায়ে ছিল। ধারণা করা হচ্ছে ঝামেলা এড়াতে ট্রাকে থাকা অন্যান্য লোকজন লাশটি পাশের খালে ফেলে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে এনআইডি কার্ডসহ কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লাশ ময়নাত তদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে একই উপজেলায় ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ী তার বাড়ি বরিশালের কাউনিয়া এলাকায়। বাবার নাম জীবন চন্দ্র দে।


আরও খবর পড়ুন: