• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

বাউফলে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, প্রার্থীর ক্ষমা প্রার্থনা

জালাল আহমেদ, পটুয়াখালীঃ / ১৪৮ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহীন শরীফ।

বৃহস্পতিবার রাতে বাউফলে এ মিছিল বের করায় আজ শুক্রবার ওই প্রার্থীকে এ শোকজ নোটিশ দেয়া হয়। তবে শোকজের জবাবে অভিযুক্ত প্রার্থী মোতালেব হাওলাদার বিষয়টিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। মোতালেব হাওলাদার বর্তমানে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান। আগামী ২১ মে এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত রয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ঘোড়া মার্কার প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাতে প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক ও দুইটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন এবং আপনার কর্মী-সমর্থকরা বিভিন্ন শ্লোগান দিয়েছেন, যা নির্বাচন বিধিমালার লঙ্ঘন। নির্বাচনী আইনে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবেনা। নোটিশে এ অপরাধে কেন তার প্রার্থীতা বাতিলের জন্য কমিশনে অবহিত করা হবেনা তার ব্যাখ্যা শুক্রবার দুপুর ২ টার মধ্যে লিখিত ভাবে জানাতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদার লিখিতভাবে তার জবাব দাখিল করেছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার বলেন, আমি শোকজ নোটিশ পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিয়েছি।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহীন শরীফ জানান, লিখিত জবাবে ওই প্রার্থী বলেছেন তার কিছু উৎসুক কর্মী-সমর্থক ঘোড়া নিয়ে শ্লোগান দিয়ে মিছিল বের করেছেন এবং ওই সময় তিনি অন্যত্র নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ছিলেন। বিষয়টিতে তিনি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী বলেও উল্লেখ করে বলেন, অভিষ্যতে এ ধরনের কর্মকান্ড হবে না বলেই অঙ্গিকার করেন।


আরও খবর পড়ুন: