1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

বাউফলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠন (স্কুল, কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছেন বেসরকারি শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা পরিবারের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসুচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) কয়েক শত শিক্ষক-কর্মচারী ওই কর্মসুচিতে অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন, ধানদি কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. হাবিবুল্লাহ , পশ্চিম নওমালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইব্রাহিম হাবিব, চরআলগী রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. ফারুক হোসাইন, কর্পূরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি প্রমুখ।

বক্তারা বলেন, একজন বেসরকারি শিক্ষককে বাড়ি ভাড়া ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫শত টাকা এবং উৎসব ভাতা শতকরা চারভাগের একভাগ হারে দেওয়া হচ্ছে। এছাড়াও বেতন স্কেলের বৈষম্য রয়েছে। অথচ একই শিক্ষাক্রমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের চেয়ে বহুগুন বেতন ভাতা ভোগ করছেন। এতে বেসরকারি শিক্ষকরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। আমরা বর্তমান সরকারের কাছে এই বৈষম্য দূরকরণের দাবি জানাচ্ছি।

পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট