1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

“বাউফলে আ.স.ম ফিরোজের বিকল্প নেই”-জেলা আওয়ামী লীগ সভাপতি

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ বিএনপি-জামায়াত অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যস্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় আ.লীগের নির্দেশে ও জেলা আ.লীগের সিদ্ধান্ত অনুযায়ী শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে বাউফল উপজেলা আ.লীগ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আ.লীগের কার্যালয় জনতা ভবন চত্বরে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়।

বাউফল উপজেলা আ.লীগের সভাপতি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপির সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সিনিয়র সাধারন সম্পাদক আনিচুর রহমানের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।

প্রধান অতিথি কাজী আলমগীর বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে শাস্তি সমাবেশ করছি। বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করছে আমরা তা করতে দিবো না। তাদেরকে আমরা সবাই মোকাবেলা করবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।”

তিনি আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, “বাউফলে আ.স.ম ফিরোজের বিকল্প নেই। বাউফলে অনুমোদিত উপজেলা আ.লীগের সভাপতি একমাত্র আ.স.ম ফিরোজ। তার নেতৃত্বে বাউফলে আ.লীগ পরিচালিত হবে। ইতিমধ্যে আ.স.ম ফিরোজ এমপি উপর থেকে গ্রীন সিগন্যাল হয়তো পেয়ে মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে।” বাউফল উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদরের ব্যাপারে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপেক্ষা করে খালেদা জিয়াকে আইন সংশোধন করে হলেও বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যাপারে তার ফেসবুক আইডি দিয়ে পোষ্ট করার কারনে দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তাকে বহিস্কার ও শাস্তিমূলক ব্যবস্থার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা দপ্তর সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একেএম খায়েরুল আহসান খায়ের, জেলা আ.লীগের সদস্য সাইফুল আহসান কচি, উপ-দপ্তর সম্পাদক জাফর কিরন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান সহ জেলা এবং উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট