এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার সজল কর্মকার (৪২) নামের এক ব্যক্তির লাশ দুমকির পায়রা সেতুর টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাজনগর গ্রামে।
তিনি ওই গ্রামের রনজিৎ কর্মকারের ছেলে। ঘটনার দিন রাতে তিনি মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাই বাড়ি থেকে ফিরছিলেন। পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে সড়কের পাশে মোটরসাইকেল থেকে পড়ে যান। এটি স্ট্রোক নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন প্রতিবেদক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোক জনিত কারন হতে পারে।