পটুয়াখালী প্রতিনিধিঃ ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা কৃষক লীগের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১০ টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা। সকাল ১০ টা ১৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিচ্ছবিতে পুষ্পমাল্য অর্পণ।পুষ্পমাল্য অর্পণ শেষে কৃষক লীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং কৃষক লীগের নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, কৃষকদের অধিকার আদায়ে এবং কৃষকদের কল্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।