সুনিল সরকার, পটুয়াখালী: ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সৈকত হয়ে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহন করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক ও প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
সভায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং জেলা প্রশাসক সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।