• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাথরঘাটার হ*ত্যা চেষ্টা, বি*ষ্ফো*রক আইন ও দ্রুত বিচার আইন মামলার পলাতক আসামী র‍্যাবের হাতে গ্রে*ফতার দন্ডপ্রাপ্ত পলাতক ডা*কাত সর্দার রুম্মান র‍্যাবের হাতে গ্রে*ফতার বরগুনার তরুণ প্রজন্মের সফলতার গল্প: জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্য দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা দুমকিতে ছাত্রদল আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হ*ত্যা মামলার প্রধান আসামী কসাই আল আমিন গ্রেফতার বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী পৌর পার্ক উদ্বোধন  মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে গ্রে*ফতার “আমি অনুরোধ করবো কেউ শক্তি দেখাইয়েন না, তার প্রমাণ হলো ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়”- ড. মাসুদ বাউফলে পৌর ছাত্রদল নেতা ফাহাদের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

বরগুনার তরুণ প্রজন্মের সফলতার গল্প: জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধিঃ / ৮৪ বার পড়া হয়েছে
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

বরগুনা প্রতিনিধি: বরগুনায় অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন ২০২৫, যেখানে তরুণ প্রজন্মের সফলতার গল্প এবং ভবিষ্যতের স্বপ্নকে কেন্দ্র করে এক অনবদ্য আয়োজন সাজানো হয়। নারীপক্ষের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, যুব কাউন্সিলের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সদস্যরা অংশ নেন।

এ সম্মেলনে বিশেষভাবে আলোচনায় আসে শুময়া শিলা অনবদ্য সফলতার গল্প। অধিকা এখানে,এখনই এ কর্মসূচির মাধ্যমে নিজের দক্ষতা ও নেতৃত্বের ক্ষমতা বিকশিত করে সমাজে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। একই সঙ্গে যুব ফোরামের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ ইউসুফ সাগর ও মোঃসাবের হোসেন তাদের অভিজ্ঞতা শেয়ার করে তরুণ সমাজকে অনুপ্রাণিত করেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় বরগুনা শিল্পকলা একাডেমিতে আজ রবিবার সকাল ০৯ ঘটিকায় শুরু হয়ে বিকাল ০৪টা ঘটিকা পর্যন্ত অনুষ্ঠানটি চলে।

অনুষ্ঠানের প্রধান অতিথি- সম্মানীয় মোঃ শফিউল আলম, মান্যবর জেলা প্রশাসক, বরগুনা। বিশেষ অতিথি- সম্মানীয় মোঃ ইয়াসিন আরাফাত রানা, মান্যবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরগুনা সদর উপজেলা। সহকারী বিশেষ অতিথি- জনাব মাহমুদুল হক আজাদ, উপ-পরিচালক পরিবার ও পরিকল্পনা অধিদপ্তর, বরগুনা। বিশেষ অতিথি- অনুবা তোলে, কল-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, বিশেষ অতিথি- জনাব মোঃ জসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, বরগুনা। প্যানেল বিশেষ অতিথি জনাবা নিশিতা শিমু, সদস্য, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম, বরগুনা। সভাপতি শ্রদ্ধেয়া হোসনে আরা হাসি, প্রধান নির্বাহী, জাগোনারী, বরগুনা।মোঃ মাহবুব আলম মান্নু,রিপোর্টাস ইউনিটি সভাপতি,মোঃ সোহেল হাফিজ সভাপতি প্রেসক্লাব, রিপন মালী (অর্থসম্পদক রিপোর্টাস ইউনিটি)

এ বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, যুবকদের নিয়ে এ ধরনের আয়োজন তাদেরকে সরকারী বিভিন্ন কর্মসূচিতে যুক্ত করতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার, সামাজিক সেবা ও যুব উন্নয়নসহ বিভিন্ন খাতের সরকারি কমিটির প্রতিনিধিরা অংশ নেন, যা স্থানীয় পর্যায়ে সমন্বিত উন্নয়নের পথকে সুগম করছে।

নারীপক্ষের প্রতিনিধিরা জানান, ১৯৮৩ সাল থেকে সংগঠনটি নারীর অধিকার, যুব নেতৃত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আসছে। ‘RHRN’ কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ, যা তরুণ সমাজকে পরিবর্তনের নেতৃত্ব দিতে উদ্বুদ্ধ করছে।

সম্মেলনের মাধ্যমে আশা করা হচ্ছে, বরগুনার তরুণ প্রজন্ম ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে আরও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করবে।


আরও খবর পড়ুন: