সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১, সিপিসি-২, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৯/২০২৫ইং তারিখ সময় আনুমানিক রাত ১১:৪৫ ঘটিকার সময় ঢাকা মহানগর ডিএমপি, দক্ষিণখান থানাধীন রাইসা হেয়ার ড্রেসার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, দেওয়ানপাড়া মডেল স্কুল রোড এলাকা হতে অভিযান পরিচালনা করে বরগুনা জেলার আলোচিত শীর্ষ সন্ত্র্রাসী মোঃ কালু ওরফে ইব্রাহীম কালু ওরফে বস্তি কালু, পিতা- সোনা মল্লিক সাং ডেমা চামেলী বাজার, ০১নং বদরখালী ইউপি, থানা ও জেলা বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, আসামী কালু ইব্রাহিম গত ০৩/০৯/২৫ তারিখ দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে যখম করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ঘটনাটি র্যাব-৮,বরিশাল এর দৃষ্টিগোচর হয় এবং তাকে গ্রেফতার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও আসামী কালু ওরফে বস্তি কালু বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই এবং নারী ঘটিত অপরাধ কার্যক্রম সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও হত্যা চেষ্টা মামলা সহ বিজ্ঞ আদালত কতৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।